তৃনমূলত্যাগীরা বিজেপিতেও টিকতে পারবে না, আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এভাবেই কড়া বার্তা দিলেন তৃনমূল সাংসদ শান্তা ছেত্রী। উল্লেখ্য শুভেন্দু অধিকারীর তৃনমূল ছাড়ার পর থেকেই রাজ্যের জেলায় জেলায় শুভেন্দু অনুগামীদের দল ছাড়ার হিড়িক লেগেছে। গতকাল শিলিগুড়িতেও সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকজন নেতা তৃণমূলের সদস্যপদ ত্যাগ করে।
এ প্রসঙ্গে আজ শান্তা ছেত্রীর বক্তব্য- তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করছেন তারা ভালোবেসে বিজেপিতে যোগ দিচ্ছেন না, বিজেপিও তাদের ঘরশত্রু বিভীষণ মনে করবে । এদিন পাহাড়ের ছোট ছোট একাধিক রাজনৈতিক দলের সঙ্গে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক নিয়েও তাঁর প্রতিক্রিয়া ১১ জনজাতির জন্য তারা বহু বছর ধরে লড়ে যাচ্ছেন।পার্লামেন্টেও বারবার এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাহাড়ের মানুষদের ভুল বোঝাচ্ছে বিজেপির কিছু মার্কেটিং এজেন্ট আর এই মার্কেটিং এজেন্টরা পাহাড়ের শান্তি নষ্ট করার চেষ্টা করছেন।তিনি আরও বলেন, রাজ্যে বিজেপির ১৮ জন এমপি রয়েছেন তারা কোনো কাজ করেন না, তারা শুধুমাত্র বিজেপির তোতাপাখি হয়ে রয়েছেন।