তৃতীয় লিঙ্গের করোনা রোগীর জন্য বিশেষ বেড বাঙুর হাসপাতালে

এবার করোনা আবহে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা ওয়ার্ড চালু হল। তৃতীয় লিঙ্গের কেউ করোনা আক্রান্ত হলে তাঁদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই হাসপাতালে ৬টি বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তিকে কোন ওয়ার্ডে রাখা হবে তা নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ।

সে কথা মাথায় রেখেই তাঁদের জন্য কিছু করা যায় কিনা সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রীকে বলাতেই তিনি দ্রুত এ নিয়ে কিছু একটা ব্যবস্থা করতে বলেন।’‌ এর পরই স্বাস্থ্য দফতর বেছে নেয় এমআর বাঙুর হাসপাতালকে।