তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বেলেঘাটা নাইসেডে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন Covaxin-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার দুপুরে সস্ত্রীক সেখানে যান রাজ্যপাল। মঙ্গলবার বিকেলেই পরীক্ষামূলক ভাবে টিকা দেওয়া শুরু করেছে বেলেঘাটা নাইসেড। বুধবার বিকেলে টিকা নেওয়ার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। চিকিৎসক, স্বেচ্ছাসেবক থেকে সাধারণ মানুষ– সবাই অধীর অপেক্ষায়।