তৃণমূলে রদবদলের আগে তিন ঘণ্টা আলোচনা প্রশান্ত-মমতার

নির্বাচনী যুদ্ধে বিপুল জয়লাভের পর প্রথম বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর।আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এর পাশাপাশি রাজ্য এবং জাতীয় রাজনীতি নিয়েও দু’ জনের মধ্যে কথোপকথন হয়েছে বলে জানা গিয়েছে।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং আই প্যাক-এর ভূমিকা সত্যি অনস্বীকার্য, এর ফলে২০২৬ পর্যন্ত আই প্যাক-এর সঙ্গে চুক্তি করে ফেলেছে শাসক দল৷

তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় ফেরার পর এবার দলের সংগঠনকেও সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসন যাতে দলীয় প্রভাব মুক্ত থাকে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী সপ্তাহেই দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ রদবদল করা হবে বলে শাসক দল সূত্রে খবর৷ এর পাশাপাশি ২০২৪-এ বিজেপি শাসনের অবসান ঘটাতে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু হয়ে গিয়েছে৷ এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর৷