তৃণমূলে যোগদান পুরোহিত সংগঠনের

জেলার যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের হাত ধরে প্রায় একশো জন পুরোহিত যোগ দিলেন তৃণমূলে। জানা গিয়েছে এদিন জলপাইগুড়ি জেলার পুরোহিত সমাজ কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত পুরোহিতরা এদিন তৃণমূলে যোগদান করেন ।শনিবার জলপাইগুড়ি শহরের থানা মোড়ে আয়োজিত একটি অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে তৃণমূলে যোগদান করেন তারা ।

জলপাইগুড়ি জেলার সমস্ত পুরোহিত‌দের অবিলম্বে পুরোহিত ভাতা প্রদানের দাবি তুলে শহরে এদিন একটি মিছিল করে জলপাইগুড়ি‌র বৈকুন্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গনে থানা মোড়ে আসেন তারা । মিছিলে অংশ নেন জলপাইগুড়ি শহরের শতাধিক পুরোহিত।পুরোহিতরা তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । সেখানে তাঁদের হাতে দলিয় পতাকা তুলে দেন সৈকত ।

পুরোহিত সংগঠনের পক্ষ থেকে সঞ্জীব রায় বলেন, সরকার থেকে যে পরিমান পুরোহিত‌কে ভাতা দেওয়া‌র কথা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি পুরোহিত রয়েছে‌ জলপাইগুড়ি‌তে । তাই তাদের দাবি, অসহায় অবস্থায় থাকা সমস্ত পুরোহিত‌দের একইসাথে সরকারি ভাতা সহ অন‍্যান‍্য সুযোগ সুবিধে দিতে হবে। এছাড়া দরিদ্র পুরোহিত‌দের জন্য সরকারি গৃহনির্মান, লাইব্রেরী সহ মোট পাঁচ দফার দাবি তোলেন তারা। পুরোহিত‌রা জানান, তৃণমূল দলের সাথে যুক্ত হয়ে এখন থেকে আন্দোলন করবেন তাঁরা ।