রাজ্যে বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে চাইছে বর্তমান শাসকদল। এই অভিযোগ লাগাতার করে আসছে বিজেপি। রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর খুনের প্রতিবাদে আজ শিলিগুড়ি ৬ নং মন্ডল বিজেপি কমিটির পক্ষ থেকে এনজেপি থানায় স্মারকলিপি দিল শিলিগুড়ির বিজেপি নেতা কর্মীরা। কিছুদিন আগেই শিলিগুড়ির এনজেপি এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারি, ভাঙচুরের সঙ্গে আহত ও হয়েছেন বেশ কয়েকজন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছিল এনজেপি স্টেশন এলাকা। গ্রেপ্তার হয় তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রসেনজিৎ রায় ।
আজ সন্ত্রাসের বিরুদ্ধে এবং এনজেপির এই ঘটনার প্রতিবাদে এনজেপি থানায় মিছিল করে ডেপুটেশন দিল বিজেপি কর্মী-সমর্থকরা । এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা ।