তৃণমূলের জন্মলগ্ন থেকে টানা ৫ বার জয়ের রেকর্ড নকুল চন্দ্র বর্মনের

পার্থ নিয়োগী ঃ কোচবিহার শহর সংলগ্ন চকচকা গ্রাম পঞ্চায়েত জেলার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ পঞ্চায়েত। জেলার একমাত্র শিল্পতালুকটি এই পঞ্চায়েতেই অবস্থিত। আর এমনই গুরুত্বপূর্ন গ্রাম পঞ্চায়েতের থেকে টানা পাঁচ বার তৃনমূলের হয়ে জিতে আসছেন নকুল চন্দ্র বর্মন। তৃনমূলের সৃষ্টির দিন থেকেই তৃনমূল করেন তিনি। সেসময় তৃনমূলের হয়ে দাড়াবার মত লোক খুব কমই ছিল এই গ্রামে। কিন্তু ব্যাতিক্রম ছিলেন নকুলবাবু। দলের হয়ে ২০০৩ সাল থেকেই নিয়মিতভাবে তিনি প্রার্থী হয়ে আসছেন এই গ্রামে। মিশুকে ভালো মানুষ বলে পরিচিত নকুল বাবুকে তাই কোনবার নিরাশ হতে হয়নি। তার ব্যাতিক্রম হয়নি এবারেও। চকচকা গ্রাম পঞ্চায়েতের ৩/২৬৫ পার্ট থেকে এবারেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তার এই টানা জয়লাভের সাফল্যের কারন কি ? জিজ্ঞেস করতেই হেসে নকুল বাবু বললেন সারা বছর মানুষের পাশে থাকা, দলের প্রতি আনুগত্য আর সর্বোপরি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এলাকার মানুষের মধ্যে পৌছে দেওয়াই তার সাফল্যের কারন। তবে ক তিনি দলের হয়ে এবার প্রধান পদপ্রার্থী ? নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃনমূল কর্মী চকচকার বললেন দলের দুর্দিনের সাথী জনপ্রিয় স্বচ্ছ ভাবমূর্তির মানুষ নকুল বাবু প্রধান হোক এটা দলের অনেকেরই ইচ্ছে। কিন্তু নকুল বাবু এই নিয়ে ভাবতে নারাজ। তিনি বললেন ‘ দলের অনুগত সৈনিক আমি প্রথম দিন থেকে তাই দল যা বলবে তা মাথা পেতে নেব’। তবে চকচকা গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হচ্ছেন ? এনিয়ে জেলা স্তরের কোণ নেতাই মুখ খুলতে নারাজ। তবে নাম না লেখার শর্তের জেলা স্তরের এক তৃনমূল নেতার কথা দলের স্বার্থেই নকুল বাবুর মত দুর্দিনের মানুষকে প্রধান করলে সেটা হবে খুবই ভাল পদক্ষেপ।