একুশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কয়লা কেলেঙ্কারীকে ঘিরে রাজ্যের রাজনীতি ছড়িয়ে পড়েছে। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগের পরে অবশেষে কয়লা কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার তৃণমূল সাংসদ টুইটারে লিখেছেন, ‘কেন্দ্রীয় সংস্থা কয়লা খনিকে সুরক্ষা দেয়। বিজেপি যদি মনে করে যে তৃণমূল নেতারা অবৈধ খনি থেকে অর্থ পাচ্ছেন, তবে যারা জাতীয় সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত কেন করা হচ্ছে না? বিজেপি কাকে বোকা বানাচ্ছে?
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, ‘কয়লা খনি কেন্দ্রের। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাহাড়া দেয়। BJP বলছে তৃণমূল নাকি ৯০০ কোটি টাকা নিয়েছে। তাহলে কত কোটি টাকা কয়লা মন্ত্রী নিয়েছেন? এই অভিযোগের ভিত্তিতে কয়লা মন্ত্রীর পদত্যাগ করা উচিত… কাল ওরা যে সাংবাদিক বৈঠক করেছে, তার ভিত্তিতে ফৌজদারি মামলা করব আমরা।’