তিস্তার জলে বিষ, ভেসে উঠল লুপ্তপ্রায় মাছ

তিস্তার জলে বিষক্রিয়ায় ভেসে উঠল হাজার হাজার লুপ্তপ্রায় মাছ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। জানা গিয়েছে এদিন সকালবেলা জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন তিস্তা নদীতে অনেক মৃত মাছ ভেসে ওঠে। অনেকে নদীর জলে নেমে মাছও ধরে। এলাকার মানুষরা এই ঘটনা দেখে পুলিশকে খবর দেয়

এদিকে এই ঘটনা কে বা কারা ঘটাল তার তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সদস্যরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।জলপাইগুড়ি সায়েন্সএন্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হ‌ওয়া দরকার। এই বিষ দেওয়ার ফলে ওই নদীতে বসবাসকারী অনেক জীবজন্তুর ক্ষতি হচ্ছে। পুলিশকে এই ঘটনায় তদন্ত করার দাবি জানিয়েছে।