তিন বছর পর এবার বদল আসতে পারে কেন্দ্রের মন্ত্রিসভায়

সরগরম রাজ্য রাজনীতি। জল্পনা ছিল অনেকদিন ধরেই এবার তা বাস্তব হতে পারে। গত তিন বছরে কোনো বদল হয়নি তবে এবার বদল আসতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। গতকাল মুকুল রায়ের তৃণমূলে ফেরার দিনেই দিল্লিতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরই জল্পনা তৈরি হয় যে বাদল অধিবেশনের পর মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারেন মোদী-শাহরা। মোদী বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে এর সঙ্গেই বছর খানেকের মধ্যেই উত্তরপ্রদেশে ভোট।

তার আগে উত্তরপ্রদেশের ক্যাবিনেটেও কিছু রদবদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। মোদীর মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনই জল্পনা তৈরি হয়েছে। ২০১৯ সালে দ্বিতীয় মোদী সরকার গঠনের পর থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবল হয়নি।

প্রসঙ্গত দিন দুয়েক ধরে রাজধানীতেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ইতিমধ্যেই বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা করেছেন। নির্বাচনের আগে রাজ্যের সাংগঠনিক নানা দিক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। উনিশে বিপুল সাফল্য নিয়ে কেন্দ্রের সরকার তৈরি করলেও তারপর থেকে বিজেপি-বিরোধিতার আঁচ বেড়েছে রাজ্যে-রাজ্যে।