সবে মাত্র কদিন হলো একটা গোটা দেশ তাদের নিজেদের অধীনস্ত করেছে তালিবানরা। দেখতে দেখতে গোটা আফগানিস্তান তাদের নিজেদের কবলে আনে তালিবানরা। এর পরই ভারতীয় দূতাবাসে হামলা চালায় তালিবানরা। কিন্তু এই পরিস্থিতিতে নিয়ে এখনো কোনো রকম বক্তব্য রাখেননি কেন্দ্রীয় সরকার। ভারতীয় সরকারের পক্ষ থেকে তালিবানি শাসন নিয়ে কোনও কথা বলা হয়নি। এই পরিস্থিতিতে এবার আফগানিস্তানের পরিস্থিতি এবং সেদেশ থেকে এ দেশে ভারতীয় ও আফগান শরণার্থীদের ফিরিয়ে আনা প্রসঙ্গে সংসদের উভয় কক্ষের দলীয় নেতাদের পুঙ্খানুপুঙ্খ জানাবে কেন্দ্রবিদেশমন্ত্রককে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ অগস্ট এই সর্বদল বৈঠক ডেকে সংশ্লিষ্ট বিষয়ে সব তথ্য বিরোধী দলের নেতাদের জানানো হয়। এই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পুরো বিষয়টির তত্ত্বাবধান করছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
গত ১৫ অগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয়। ইতিমধ্যেই বায়ু সেনার বেশ কয়েকটি বিমানে আফগানিস্তান থেকে এ দেশের নাগরিকদের ভারতে ফেরানো হয়েছে। এই প্রক্রিয়া জারি রয়েছে। প্রাণ বাঁচাতে এসেছেন আফগান পার্লামেন্টের সেনাটররা সহ বহু শরণার্থীও। আনুমানিক হিসাব অনুসারে বর্তমানে আফগানিস্তানে ৪০০ ভারতীয় রয়েছেন। তাঁদের এ দেশে ফিরিয়ে আনা, শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়েই সংসদের উভয় কক্ষের দলনেতাদের বার্তা দেবে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে ব্রিটেন, আমেরিকা, ভারত, ফ্রান্সের মতো দেশগুলি তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষত আফগান-মহিলারা এখন চরম সংকটে দিন কাটাচ্ছেন।