তামিলনাড়ু থেকে গ্রেফতার অনীশ ঠাকুর

অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে অভিযুক্ত শার্প শুটার অনীশ ঠাকুর। এবার আর ভাগ্য সঙ্গ দেয়নি অনীশের। গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ। তামিলনাড়ুতে একটি স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি ঘটনায় তাঁকে আটক করে সে রাজ্যের পুলিশ। মণীশ খুনের সময় ওই দুষ্কৃতী ঘটনাস্থলেই ছিল বলে গোয়েন্দাদের দাবি।

অনীশকে হেফাজতে পেতে তামিলনাড়ু যাচ্ছেন পশ্চিমবঙ্গ সিআইডির আধিকারিকরা। ঘটনার ৮৭ দিনের মাথায় এই নিয়ে মোট ১১ জন গ্রেফতার হলেন। গত ৪ অক্টোবর সন্ধ্যায় টিটাগড় থানার কাছে বিজেপির পার্টি অফিসের সামনে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল।