তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত্যু ১ পর্যটকের, নিখোঁজ আরও এক পর্যটক

ইতিমধ্যেই পর্যটকদের জন্য খুলে গিয়েছে দিঘা (Digha), তাজপুর (Tajpur)। বেশ কয়েকজন পর্যটক ভিড়ও জমিয়েছেন। সমুদ্র শহরে যাবেন নোনা জলে শরীর ভেজাবেন না। তা হতে পারে না। কিন্তু বেপরোয়া হাবভাবই হল কাল! অ তিরিক্ত সাহসিকতার জন্যই প্রাণ গেল এক পর্যটকের। আর এক যুবক তলিয়ে গিয়েছে সমুদ্রে। এখনও তার খোঁজ চলছে।  আনলক ২ (Unlock 2) পর্যায়ে  তিন বন্ধু মিলে স্থির করেছিলেন দিঘায় যাবেন। পরিকল্পনামাফিক ২-১দিন আগেই দিঘায় পৌঁছন তাঁরা । শনিবার তাজপুরে বেড়াতে যান তাঁরা। সেখানে গিয়ে সমুদ্রে নেমে পড়েন তিন বন্ধু। ক্রমশই গভীর সমুদ্রে চলে যান তাঁরা। প্রবল জলের তোড়ে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিন যুবক। জলের তোড়ে ভেসে যান তাঁরা। বাঁচার চেষ্টা করতে থাকেন।কিন্তু জলের তোড়ে তা সম্ভব হয়নি। দূর থেকে তাঁদের ডুবে যেতে দেখেন স্থানীয়রা। প্রায় সঙ্গে সঙ্গে পৌঁছন তাঁরা। কোনওক্রমে এক যুবককে উদ্ধার করেন তাঁরা। তবে ততক্ষণে সমুদ্রে তলিয়ে যায় অন্য দূজন।