নগদ ঘাটতির জের। ভারতের তহবিল বন্ধ করল ফ্র্যাঙ্কলিন টেম্পলেটন । এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সরকারকে অবিলম্বে উদ্যোগী হতে পরামর্শ দিলেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেছেন, “২০০৮ সালে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ভারত। সে সময় যেভাবে ইউপিএ সরকার তৎপর হয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল। ঠিক সেভাবে তৎপর হোক কেন্দ্র।” তিনি বলেছেন, আরবিআই, সেবি-সহ অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করুক অর্থ মন্ত্রক।” বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, বিনিয়োগকারীদের ছয়টি প্রকল্পের তহবিল বন্ধ করেছে ওই সংস্থা।এর জেরে আটকে গিয়েছে প্রায় ৩০ হাজার ৮০০ কোটি টাকা। এই পরিস্থিতি গভীর উদ্বেগের, সেই বিবৃতিতে উল্লেখ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।