নিমেষেই তুমি সমুদ্র হয়ে ওঠো
আমিও সৈকতে বাঁধা কাঠের নৌকো হয়ে যাই
অশান্ত ঢেউ হয়ে ছুঁয়ে ছুঁয়ে যাও
শীতল জলের উষ্ণ আলিঙ্গন
ভেজা শরীরে আরো কিছুটা নোনা মিশে যায়
পচন ধরে সম্পর্কে
চাইলেও ভেসে যাওয়া অসম্ভব
তার চেয়ে বরং
ভেঙেচুরে তোমার গভীরে হারিয়ে যাওয়া সহজ ।