জ্বালানি ও ব্যয় সাশ্রয়ের জন্য সুপরিচিত একটি বিমান এ৩২০নও-কে নিজের বিমানবহরে যুক্ত করার জন্য ডেলিভারি নিল ভুটানের ড্রুকএয়ার। এরফলে ড্রুকএয়ার হল এ৩২০নিও-র নতুন গ্রাহক। সিএফএম এলইএপি-১এ ইঞ্জিন-চালিত ড্রুকএয়ারের এ৩২০নিও-র বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকছে বড়সড় জ্বালানি-সাশ্রয়ী উইংটিপ ডিভাইস, যা শার্কলেট নামে পরিচিত। এই বিমানে থাকবে ট্রাভেল ইন্ডাস্ট্রির সাম্প্রতিক প্রবণতা অনুসারে ১৪০টি আসনবিশিষ্ট ২-ক্লাস কেবিন লে-আউট, যা যাত্রীদের পক্ষে খুবই আরামদায়ক হবে এবং যাত্রার অভিজ্ঞতা প্রসারিত করবে। বর্তমানে ড্রুকএয়ারের বিমানবহরে রয়েছে তিনটি এ৩১৯এস ও একটি এটিআর ৪২-৬০০ বিমান। এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া-র প্রেসিডেন্ট ও এমডি আনন্দ স্ট্যানলি ও রয়াল ভুটান এয়ারলাইনস ড্রুকএয়ার-এর চিফ অপারেটিং অফিসার তান্ডি ওয়াংচুক আশা প্রকাশ করে জানান, এ৩২০নিও বিমানটি ৩৭ বছর ধরে চলা ড্রুকএয়ারের যাত্রী পরিষেবা আরও উন্নত করতে সহায়ক হবে।