ডেল্টা প্লাসের দাপট দিন দিন বাড়ছে

করোনার টিকার দু’টি ডোজ নেওয়ার পরেও Delta plus variant-এ আক্রান্ত হলেন রাজস্থানের এক মহিলা। শুধু তাই নয়, এর আগে মে মাসে তিনি আক্রান্ত হয়েছিলেন করোনায়। এই খবর সামনে আসার পরেই ছড়িয়েছে চাঞ্চল্য।

এই প্রথম রাজস্থানে পাওয়া গেল নতুন ভ্যারিয়েন্ট। এতদিন পর্যন্ত গবেষকরা দাবি করছিলেন করোনার নতুন স্ট্রেন ডেল্টা প্লাসের উপর কার্যকরী করোনা টিকা। কিন্তু সেক্ষেত্রে কোভিডের দু’টি ডোজ নেওয়ার পরেও কীভাবে করোনায় আক্রান্ত হলেন এই মহিলা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে রাজস্থানের পিবিএম হাসপাতালের সুপার পরমিন্দ্র সিসোদিয়া জানান, আক্রান্তের সোয়াবের নমুনা ৩১ মে এনআইভিতে পাঠানো হয়েছিল। তিনি বিকানির জেলার বাসিন্দা। তাঁর শরীরে ডেল্টা প্লাসের উপস্থিতি জানার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে এই খবর দেওয়া হয়।বিকানির CMHO ও পি চাহার জানান, এই রোগী কার কার সংস্পর্শে এসেছিলেন তাঁদের খুঁজে বার করে কোয়ারেন্টাইন করার চেষ্টা করা হচ্ছে।

দেশে ডেল্টা প্লাসে মৃত্যু হল আরও একজনের। মধ্যপ্রদেশের পর এবার মহারাষ্ট্রে ডেল্টায় মৃত এক ব্যক্তি। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ডেল্টায় এক ৪০ বছরের ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনার নয়া স্ট্রেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।