ডিসেম্বর চালু হতে পারে মাঝেরহাট সেতু

২০১৮ সালে পুজোর আগে ভেঙে পড়ে মাঝেরহাট সেতুর একটি স্প্যান। সম্ভবত আগামী ডিসেম্বর মাসেই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে মাঝেরহাট উড়ালপুল। সোমবার থেকে শুরু হয়েছে সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা। ভারবহন ক্ষমতার পরীক্ষার পর পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ছাড়পত্র দিলেই উদ্বোধন অনুষ্ঠান হবে নবনির্মিত সেতুটির। নবনির্মিত সেতুতে যানচলাচলের অনুমতি দেওয়ার আগে যে যে পরীক্ষা করতে হয় তার কোনওদিকেই বাদ দিচ্ছেন না পূর্ত দফতরের আধিকারিকরা।