অ্যামাজনের ক্রমবর্ধমান নেটওয়ার্কে প্রাক্তন সামরিক কর্মীদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্টের (ডিজিআর) সঙ্গে একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (মউ) স্বাক্ষর করল অ্যামাজন ইন্ডিয়া। এই সম্পর্ক স্থাপনের ফলে অ্যামাজন ইন্ডিয়া প্রাক্তন সামরিক কর্মীদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মউ-টি স্বাক্ষরিত হয়েছে লিজু থমাস (এইচআর ডিরেক্টর, কাস্টমার ফুলফিলমেন্ট অ্যান্ড কর্পোরেট, অ্যামাজন ইন্ডিয়া অপারেশনস) এবং মেজর জেনারেল এম কে সাগোচ-এর (ডিরেক্টর জেনারেল, ডিজিআর) মধ্যে।
ডিজিআর-এর সঙ্গে সম্পর্কের ফলে অ্যামাজন ইন্ডিয়া প্রাক্তন কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। প্রাক্তন কর্মীরা ফুলফিলমেন্ট সেন্টার, সর্ট সেন্টার, ডেলিভারি স্টেশন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। এই পারস্পরিক প্রচেষ্টা হল অ্যামাজন ইন্ডিয়ার মিলিটারি ভেটারেন্স এমপ্লয়মেন্ট প্রোগ্রামের অঙ্গ। ইতিমধ্যেই অ্যামাজনের অপারেশনস নেটওয়ার্কে লিডারশিপ ও ম্যানেজারিয়াল পদে কিছু প্রাক্তন মিলিটারি কর্মী কাজ করছেন। যেসব ক্ষেত্রে তারা কর্মরত সেগুলির মধ্যে রয়েছে ট্রান্সপোর্টেশন, কাস্টমার ফুলফিলমেন্ট, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট ও সিকিউরিটি অপারেশনস।