ডিগবাজি রাজ্যের, গোষ্ঠী সংক্রমণ শুরু রাজ্য,মানল মমতা


রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে,শেষপর্যন্ত স্বীকার করল রাজ্য সরকার ।২৪ঘন্টার মধ্যে সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উল্টো বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে একাধিক শহরে। বেশ কয়েকদিন ধরে সুস্থতার হারও অনেক কমে গেছে।সংখ্যার হার কমার তো কোনো লক্ষণই নেই। সংক্রমণের এই শৃঙ্খল ভাঙতে রাজ্য সরকার সপ্তাহে দুদিন করে সম্পুর্ন লকডাউন ঘোষণা করেছেন। এই দুদিন সপ্তাহের কোনো নির্দিষ্ট দিন নয়। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পুর্ন রাজ্যে লকডাউন কার্যকর হবে।পরের সপ্তাহ বুধবার এবং আরেকদিন আগেই ঘোষণা করবে রাজ্য। সপ্তাহের এই দুইদিন সমস্ত সরকারি বেসরকারি অফিস ,আদালত,দোকানপাট, যানবাহন বন্ধ থাকবেন।
রাজ্যসরকার প্রতি সপ্তাহে পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের দিন ঘোষণা করবে। দেশের একাধিক রাজ্যে এই লকডাউন মডেল আনা হয়েছে। তবে এই লকডাউনের দিনে অত্যাবশ্যক প্রয়োজনীয় ও জরুরি পরিষেবা এই লকডাউনের বাইরে রাখা হবে কিনা তা নবান্ন সূত্রে এখনো জানা যায় নি