– এ মনা, মনা।
– কি মা?!
– এ মনা মনা! মনা রে?!
– কি?
– এ মনা, শোন না!
– কি মা?!
– কার সাথে প্রেম করিস বল না আমায়। জামাইষষ্ঠীতে ওকে নেমন্তন্ন করি।
– আমি প্রেম করি না।
– তাহলে একটা প্রেম কর!
– ইয়ার্কি করছ আমার সাথে সক্কাল সক্কাল?!
– ধ্যাৎ! ইয়ার্কি কেন করব?! তুই একটা প্রেম করলে, আমি একটু জামাইষষ্টী করতে পারি আরকি! একটু শাশুড়ি হওয়ার ইচ্ছে হচ্ছে।
– এটা কেমন ইচ্ছে মা?!
– কেমন ইচ্ছে মানে আবার কি?! তোর জিন্স কেনার ইচ্ছে হতে পারে, আলুর চপের ওটস্ খাওয়ার ইচ্ছে হতে পারে, আর আমার একটু শাশুড়ি হওয়ার ইচ্ছে হতে পারে না?!
– আমার আলুর চপের পর ওটস্ খাওয়ার ইচ্ছে আর তোমার শাশুড়ি হওয়ার ইচ্ছে এক হল?!
– এক নয় তো কি?! সব ইচ্ছেই এক। আমার কত ইচ্ছে জামাইকে আমি দশ পদ রেঁধে খাওয়াব। পমফ্রেট তন্দুরী, ফিস কাটলেট, হরিয়ালী ফিস টিক্কা…
– তারপর?!
– তারপর সাদাভাত, মাছের মুড়োর ডাল, বেগুনী, ঝুরো আলুভাজা, তপসে ফ্রাই, ইলিশ ভাপা, কাতলা কালিয়া, পটল চিংড়ি, কাশ্মীরী পোলাও, চিকেন কোর্মা…
– আমার বয়ফ্রেন্ড জিম করে, ও এসবের কিছুই…
– এইবার বাগে পেয়েছি বাছাধন তোমায়। তাই ভাবি আমার আলুর চপ খাওয়া মেয়ে আজকাল ওটস্ খায় কেন? জিম করা বয়ফ্রেন্ড?! উম?!
– ইয়ে মা, জামাইষষ্ঠীতে তেল ছাড়া দই চিকেনটা করতে পারো। হিহিহিহিহি!
– কি শখ মেয়ের! জানিস, জামাইষষ্ঠীতে জামাইদের কত কত টাকা খরচ হয়?! কেজি কেজি দই, মিষ্টি বয়ে আনতে হয়।
– হেহেহেহেহে! তোমার তো জিম করা জামাই! মিষ্টির দোকানের দিকে তাকায় না। ওটস্ আর দু প্যাকেট কর্ণফ্লেক্স নিয়ে আসবে নে।
– মলো যা! হ্যাট্!