নোভো নরডিস্ক এডুকেশন ফাউন্ডেশনের দ্বিতীয় বার্ষিক রিপোর্ট ‘ইমপ্যাক্ট ইন্ডিয়া: ১০০০-ডে চ্যালেঞ্জ’ থেকে জানা যাচ্ছে, কলকাতায় ডায়াবিটিস রয়েছে এমন মানুষজনের গড় এইচবিএ১সি লেভেল সেপ্টেম্বরে ছিল ৭.৯৬%, যা গতবছরের তুলনায় কিছুটা উন্নত বলা চলে। এইচবিএ১সি লেভেল হল কোনও রোগীর দীর্ঘমেয়াদী ব্লাড সুগার নিয়ন্ত্রণের সবথেকে ভাল সূচক।
ইন্ডিয়া ডায়াবিটিস কেয়ার ইনডেক্স (আইডিসিআই)-এর সাম্প্রতিক তথ্যানুসারে জানা গেছে, ২০১৮ সাল থেকে কলকাতায় এইচবিএ১সি লেভেল ৮.২৪% থেকে হ্রাস পেয়ে ৭.৯৬% হয়েছে। ডায়াবিটিস নিয়ন্ত্রণের সবথেকে ভাল উপায় হল স্বাস্থ্যসম্মত আহার, নিয়মিত শারীরিক ব্যায়াম ও ডায়াবিটিস লেভেলের দিকে সর্বদা নজর রাখা। আইডিসিআই হল নোভো নরডিস্ক এডুকেশন ফাউন্ডেশনের ‘ইমপ্যাক্ট ইন্ডিয়া: ১০০০-ডে চ্যালেঞ্জ’ কর্মসূচির একটি অঙ্গ। এর দ্বারা ভারতের ডায়াবিটিস পরিস্থিতির দিকনির্দেশ পাওয়া যায়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ২০১৮ সালে আইডিসিআই চালু করা হয়, যার উদ্দেশ্য ছিল দেশের ডায়াবিটিস চিকিৎসার অবস্থার প্রতি নজর রাখা।
বর্তমানে, ভারতে ৭৭ মিলিয়ন মানুষ ডায়াবিটিস নিয়ে বাস করছেন। ইমপ্যাক্ট ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গেও সংযোগ রাখা হচ্ছে যাতে দেশে ডায়াবিটিস চিকিৎসা যথাযথভাবে হতে পারে। আইডিসিআই শুধুমাত্র ডায়াবিটিস চিকিৎসা সংক্রান্ত তথ্য জানায় না, তা সচেতনতা বৃদ্ধিতেও সাহায্য করে।