এবার ট্যাব কেনার টাকাতেও দুর্নীতির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলা বিজেপির এই ট্যাব কেনার টাকার দুর্নীতির অভিযোগ সামনে আনতেই শোরগোল জেলা জুড়ে।বিজেপির জেলার সাধারন সম্পাদক সুমন কাঞ্জিলাল সাংবাদিক সন্মেলন করে এই অভিযোগ তুলেছেন।
বিজেপির অভিযোগ বেশ কিছু শিক্কার্থীর মোবাইলে ট্যাব কেনার ১০ হাজার টাকা ঢোকার মেসেজ এলেও টাকা ঢোকে নি। আবার অনেকের প্রথমে মেসেজ এলে পরে ফেইল মেসেজ ঢুকছে। ফলে ব্যাংকে দৌড় ঝাপ করতে গিয়ে হয়রানির স্বিকার হচ্ছেন শিক্ষার্থী ও তাদের পরিবারের লোকেরা। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে প্রশাসন। ফেইল মেসেজ এসেছে তার মানে টাকা দেওয়া হয় নি। টাকা একাউন্টে এলে তবে মেসেজ আসবে বলে জানিয়েছে প্রশাসন।