টি২০ বিশ্বকাপ স্থগিত হলে বিপদের মুখে পড়বে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার জানিয়েছে, যদি এ বছর টি২০ বিশ্বকাপ না হয় তা হলে তারা বড় বিপদের মুখে পড়বে। এমনিতেই ক্রিকেট অস্ট্রেলিয়া ফিনান্সিয়াল সমস্যায় ভুগছে। যে কারণে ভারতের অস্ট্রেলিয়া সফরের উপর তারা খুব বেশি পরিমানে জোড় দিচ্ছে। এই অবস্থায় যদি বিশ্বকাপের মতো ইভেন্ট কোনও কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিপুল ক্ষতির মুখে পড়বে বোর্ড। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ কেভিন রবার্টস মেনে নেন, এই বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ আয়োজন করাটা অনেকটাই সংশয়ে কারণ বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে বিভিন্ন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ট্র্যাভেলের উপর থেকে এখনও নিষেধাজ্ঞা উঠে যায়নি।