টিকার দাম জানাল প্রস্তুতকারক সংস্থা

আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর হারও৷ এমন পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে। এই পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড টিকার দাম নির্ধারণ হল৷  ঠিক হয়েছে, রাজ্যগুলিকে ৪০০ টাকায় কোভিডের প্রতি ডোজ বেচবে সেরাম৷ বেসরকারি হাসপাতালগুলি ৬০০ টাকায় পাবে ডোজ৷ অপরদিকে কেন্দ্রকে পুরনো দামে ১৫০ টাকাতেই ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট৷