টিকাকরণ প্রক্রিয়াকে শ্লথ করে দেওয়ার সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে করোনা টিকাকরণ কেন্দ্রের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। ঠিক ছিল রাজ্যে ৩৫৩ কেন্দ্র থেকে দেওয়া হবে কোভিড টিকা। তা কমে হচ্ছে ২০৪। প্রয়োজনের তুলনায় অনেক কম। ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ এসেছে রাজ্যে। সপ্তাহে ৪ দিন চলবে টিকাকরণ।

পর্যাপ্ত টিকা এসে না পৌঁছনোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই টিকাকরণ কেন্দ্রের সংখ্যা ও টিকাকরণের দিন কমানো হয়েছে। দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে করোনার টিকাকরণ। ‘ধীরে চলো নীতি’তে হাঁটতে চাইছে স্বাস্থ্য দফতর। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে গণটিকাকরণ