পশ্চিমবঙ্গে করোনা টিকাকরণ কেন্দ্রের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। ঠিক ছিল রাজ্যে ৩৫৩ কেন্দ্র থেকে দেওয়া হবে কোভিড টিকা। তা কমে হচ্ছে ২০৪। প্রয়োজনের তুলনায় অনেক কম। ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ এসেছে রাজ্যে। সপ্তাহে ৪ দিন চলবে টিকাকরণ।
পর্যাপ্ত টিকা এসে না পৌঁছনোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই টিকাকরণ কেন্দ্রের সংখ্যা ও টিকাকরণের দিন কমানো হয়েছে। দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে করোনার টিকাকরণ। ‘ধীরে চলো নীতি’তে হাঁটতে চাইছে স্বাস্থ্য দফতর। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে গণটিকাকরণ