টিউশন থেকে ফেরার পথে নাবালিকা ধর্ষণ আলিপুরদুয়ারে, গ্রেপ্তার দুই

টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হল ১৬ বছরের এক নাবালিকা। হানা গেছে মাধ্যমিক পরীক্ষার্থী ওই তরুণী মঙ্গলবার সকাল বেলা টিউশন থেকে বাড়ি ফেরার পথে এলাকার পরিচিত এক ছেলে মোটর বাইকে তুলে গদাধর নদীর ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই নৃশংস ঘটনায় ওই অভিযুক্তকে সাহায্য করে আরো একজন।

সূত্রের খবর , মেয়েটিকে কোন কিছু খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। এবং পরবর্তীতে মেয়েটিকে নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে দুটি। পরবর্তীতে অচৈতন্য অবস্থায় মেয়েটিকে গ্রামবাসীরা দেখতে পায় নদীর জঙ্গলে এবং মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেওয়া হয় ।পরিবারের লোক এসে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে সমস্ত ঘটনা শুনে আলিপুরদুয়ার মহিলা থানায় অভিযোগ দায়ের করে ।পুলিশ সূত্রে জানা গেছে ওই অভিযুক্ত শুভঙ্কর বর্মন এবং বিশাল বর্মন। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক সৌরভ চক্রবর্তী মেয়েটির বাড়িতে যান এবং মেয়েটির পরিবারকে তার সঙ্গে করে নিয়ে আলিপুরদুয়ার মহিলা থানায় আসেন যাতে মেয়েটি তার জবানবন্দি দিতে পারে ম্যাজিস্ট্রেটের সামনে। কিন্তু সেশন কোর্ট বন্ধ থাকায় মেয়েটির জবানবন্দি রেকর্ড করা যায়নি এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ার মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তৃষা লিম্বু।