টানা বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

টানা তিনদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা । বৃষ্টির জল জমে একদিকে যখন জলমগ্ন এলাকা ঠিক আরেকদিকে নদীর জলস্ফীতিতে দুশ্চিন্তা বাড়ছে শহরবাসীর । ইতিমধ্যেই কালজানি নদীতে ভাঙন শুরু হয়েছে ।এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জেলা সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙ্গন কবলিত । বেশকিছু বাড়ি এবং কৃষি জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 30টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে ।

লাগাতার বৃষ্টিতে বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেখান থেকেই নদীর জল ঢুকছে গ্রামে। সেই বাঁধ অবিলম্বে মেরামতি করে গ্রামবাসীদের কিছুটা সুরক্ষা প্রদানের জন্য এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । সেদিন তার সাথে জেলা শেষ দপ্তরের ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল এলাকায় গিয়েছিলেন । রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন প্রবল বৃষ্টিতে কাজ করা একপ্রকার অসম্ভব, কিন্তু সেই সাথে এলাকাবাসী সুরক্ষার কথা মাথায় রাখা হচ্ছে ।যত দ্রুত সম্ভব এলাকার বাঁধ কিছুটা হলেও সংস্কার করে দেওয়া হবে । পরবর্তীতে বৃষ্টি কমে গেলে শীতের সময় সম্পূর্ণ সংস্কার হবে। এদিন এলাকাবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।