টাইফয়েড রোগীকে ভর্তি নিল না হাসপাতাল,পথেই মৃত্যু!

টাইফয়েড রোগীকে ভর্তি নিল না হাসপাতাল, রেফার করা হল তিন তিন বার,অবশেষে মৃত্যু। ২৬ বছরের অশোক রুইদাস নামে এক যুবককে sskm হাসপাতালে ভর্তি না নিয়ে পাঠিয়ে দেওয়া হল শম্ভুনাথ হাসপাতালে সেখান থেকেও ভর্তি না নিয়ে রেফার করে দেওয়া হল কলকাতা হাসপাতালে।অবশেষে চিকিৎসা না পেয়ে মৃত্যু।কিছুদিন আগেও বিনা চিকিৎসায় মারা যায় দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া।ফলস্বরূপ উঠে আসছে একাধিক প্রশ্ন, কেন Sskm হাসপাতালে ভর্তি নেওয়া হলো না? টাইফয়েড রোগীকে কি ফিভার ইউনিটে ভর্তি করে লালারসের নমুনা পরীক্ষা করা যেত না? রোগীকে তিন তিনটি হাসপাতালে রেফার করা হলো কেন? এঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কোলকাতার মতো শহরে এক টাইফয়েড রোগীকে যদি একাধিক হাসপাতালে ঘুরতে হয় তাহলে উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল কতটা খারাপ এ প্রশ্ন ঘোরাফেরা করছে সর্বত্র