টম্যাটোর ন্যায্য মুল্য না পাওয়াকে কেন্দ্র করে কামাখ্যাগুরিতে টম‍্যাটো ফেলে বিক্ষোভ চাষিদের

আলিপুরদুয়ারঃটম্যাটো রাস্তায় ফেলে বিক্ষোভ করলেন চাষীরা। শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।চাষীদের অভিযোগ তারা ফসলের ন্যায্য মুল্য পাচ্ছেন না। প্রায় কয়েকশ চাষি এই বিক্ষোভে সামিল হন । চাষিদের অভিযোগ বহু টাকা খরচ করে ফসল ফলন করেও বাজারে পাইকারি ট্যোমেটো মূল্যহীন এদিন বঞ্চনা অভিযোগ তুলেই বিক্ষোভ দেখান চাষিরা । এরপর ঘটনাস্থলে পুলিস এসে চাষিদের সাথে কথা বলেন এবং চাষিরা বিক্ষোভ তুলেনেন । ঘটনার জেরে কয়েকঘন্টা যানবাহন চলাফেরা স্তব্ধ হয়ে যায় । অবশেষে পুলিশের আশ্বাসই বিক্ষোভ তুলেন চাষিরা