১২ ঘন্টা বাংলাবন্ধের সমর্থনে এবং বন্ধ সফল করতে স্কুল বন্ধ করতে গিয়ে প্রধান শিক্ষিকার ধমক খেল এসএফআই কর্মীরা। জানা গেছে এদিন শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে স্কুল বন্ধ করতে যায় স্থানীয় এসএফআই এবং বামপন্থী ছাত্র-যুবরা। কিন্তু জোর করে স্কুল বন্ধ করতে গেলেই প্রধান শিক্ষিকা রেগে যান। এবং তাদের ধমক দিয়ে হরতাল সমর্থনকারীদের স্কুলের ক্যাম্পাস থেকে বের করে দেন বলে অভিযোগ।
এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা এবং এসএফআই কর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসএফআই কর্মীদের দাবি বন্ধের সমর্থনে আমরা স্কুল বন্ধের অনুরোধ জানাতে গিয়েছিলাম কোন জোর করা হয়নি । আন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন দীর্ঘদিন পর স্কুল খুলল কিছুদিন বাদে পরীক্ষা। আমি ছাত্রদের মনোবল ভেঙ্গে দিতে পারিনা। তাই তাদের অনুরোধের সঙ্গে স্কুল থেকে যেতে বলেছি।উল্লেখ্য আজকেই কোভিড নির্দেশিকা মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন শুরু হয়।