জোড়াবাগান হত্যাকাণ্ডে পর্দা ফাঁস করল পুলিশ

অবশেষে ঘটনায় পর্দা ফাঁস। জোড়াবাগান নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ। এই কাণ্ডের পেছনে জড়িত খোদ বাড়ির দারোয়ান জেরায় স্বীকার করেছে খুনের কথা। পুলিশের অনুমান খাবারের সঙ্গে মাদক মিশিয়ে শিশুটিকে অচৈতন্য করে যৌন নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরি চালায় ওই কেয়ারটেকর। DNA এবং হাতের ছাপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে‌ও পরিষ্কার হয়েছে ঘটনা। এক রত্তি ওই মেয়ের এমন ভয়াবহ নৃশংস পরিণতিতে শিউরে ওঠে গোটা রাজ্য।