দীর্ঘ প্রতীক্ষার অবসানে আজ নির্বিঘ্নেই সম্পন্ন হল ভ্যাকসিনের কাজ। আজ সারা দেশের সঙ্গে পুরো উত্তরবঙ্গ সাক্ষী থাকল করোনা অতিমারীর টিকাকরণ কর্মসূচির মাধ্যমে। সেইমতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে সাজসাজ রব ছিল। জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই গণটিকাকরণের শুভ উদ্বোধন করেন।তারপরই সমস্ত রাজ্য সহ উত্তরবঙ্গেও শুরু হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার কাজ। সূত্রের খবর সারা দেশজুড়ে আজ ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। ধাপে ধাপে এই সংখ্যা বাড়বে। আগামী মার্চের মধ্যে এই টিকাকরণ প্রায় ৩০ -৪০ কোটিতে পৌঁছবে বলে দাবি স্বাস্থ্যকর্তাদের।
জানা গেছেএদিন জেলা হাসপাতালে ১০০জনকে টিকা দেওয়া হয়।সহ জেলাশাসক সুমন্ত সহায় জানালেন, এদিন ৫টি কেন্দ্র থেকে ৫০০জনকে টিকা দেওয়া হলো।সকলেই সুস্থ রয়েছেন।অন্যদিকে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য বললেন আমরা সর্বতোভাবে সফল।এই ঐতিহাসিক দিনে যারা যারা টিকা নিলেন তাদের শুভেচ্ছা।আর তারা সকলেই খুব ভালো আছেন,সুস্থ আছেন।এরা সকলেই আবার ২৮দিন পরে আরেকটি ডোজ নেবেন।আবার টিকা নিয়ে ডাঃ রিচার্ড নার্জিনারি বললেন, এই টিকা নিয়ে কোনওরকম কোনও অসুবিধা হয়না।টিকা নিয়ে আধঘন্টা বিশ্রামে রাখা হয়।তারপর ছেড়ে দেওয়া হয়।যে কোনও টিকা নিলেই একটু ব্যাথা হয়,গা ম্যাজম্যাজ করে।সেটাই হয়েছে তার বেশী কিছু হয়নি।আমি আবেদন করব সকলের কাছে এই টিকা যাতে সকলেই নেয়।তবে টিকা নিলেও মাস্ক ব্যাবহার করা জরুরী।এদিন ব্যাপক উৎসাহের সাথে সকলে টিকা নেন।