প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট। ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে করোনা। জেরবার গোটা দেশ। দেশের একাধিক শহরে জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের। দিল্লিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে, মহানগরে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১৪০০।