জুলাই শেষে সর্বাধিক মাত্রায় সংক্রমণ পরিলক্ষিত হবে ভারতে।

জুলাই শেষে সর্বাধিক মাত্রায় সংক্রমণ পরিলক্ষিত হবে ভারতে। তারপর ধীরে ধীরে প্রকোপ কমবে করোনার। শুক্রবার এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন দাবি করেন হু-কর্তা ডা. ডেভিড নাবারো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বিশেষ করোনা দূত হিসেবে নিয়োগ করা হয়েছে এই চিকিৎসককে। শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “লকডাউন উঠলেই সংক্রমণ বাড়বে। কিন্তু মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সংক্রমণের ঘটনা বাড়বেই, তারপর ফিরবে স্থিতাবস্থা।” তাঁর মত, “লকডাউন উঠলে ব্যাপক মাত্রায় সংক্রমণের হার বাড়বে। তারপর কমবে প্রকোপ। অন্তত জুলাইয়ের শেষ পর্যন্ত থাকবে ব্যাপক হারে থাকবে সংক্রমণ।” কেন্দ্রের সংক্রমণ প্রতিরোধে নেওয়া দ্রুত লকডাউন ঘোষণার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন এই চিকিৎসক। তিনি বলেন, “সময়ে লকডাউন ঘোষণা হওয়াতে ভারতে সংক্রমণ মাত্রা নিয়ন্ত্রণে। লকডাউন লাগু হওয়াতে ভাইরাসকে নির্দিষ্ট কিছু এলাকায় বন্দি করা গিয়ছে। মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান, দিল্লিতে সংক্রমণ বেশি। আর পরিসংখ্যান বলছে নগর জীবন বেশি প্রভাবিত।”