দেশে মহামারী রূপে দেখা দিয়েছে করোনা ভাইরাস। এর থেকে বাঁচতে টানা লকডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেশকে। ফলে আর্থিক পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, সরকারি কোষাগারেও পড়েছে টান। এই পরিস্থিতিতে আগামী দেড় বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে না, জানাল মোদি সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখনই মেটানো হচ্ছে না বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা, তাও জানাল কেন্দ্র। এখনও পর্যন্ত মোট ৩ কিস্তির বকেয়া মহার্ঘ ভাতার অর্থ পাওনা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। জানুয়ারি থেকে প্রযোজ্য এই মহার্ঘ ভাতা আগামী জুন মাস পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপর আপাতত মুলতুবি করে রাখা মহার্ঘ ভাতার বকেয়া অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে সরকারি তরফে। এই সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে আর্থিক ধাক্কার মধ্যে পড়লেন কেন্দ্রীয় সরকারের প্রায় ৪৮.৩৪ লক্ষ কর্মচারী এবং ৬৫.২৬ লক্ষ পেনশনভোগী মানুষজন।