জাপানের উদ্বেগ দিন দিন বাড়ছে

চিনকে চাপে রাখতে ইতিহাসে এই প্রথম একসঙ্গে সামরিক ও নৌ মহড়ায় অংশ নিচ্ছে আমেরিকা, ফ্রান্স ও জাপান। দক্ষিণ চিন সাগরের মতো পূর্ব চিন সাগরেও ক্রমশ আধিপত্য বিস্তার করছে ড্রাগন। এই বিষয়ে মুখ খুলেছেন ফ্রান্সের নৌ সেনার প্রধান অ্যাডমিরাল পিয়ের ভানদিয়ের। জাপানের একটি অচেনা দ্বীপে ওই যৌথ মহড়া হবে। পূর্ব চিন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপে সামরিক ও নৌ মহড়া চালাবে তিনটি দেশ। জাপান নিয়ন্ত্রিত ওই দ্বীপাঞ্চলকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।