জাতীয় সড়কে উড়ছে ধুলো, সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

জাতীয় সড়কে উড়ছে ধুলো । সমস্যায় এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল জলপাইগুড়ির মোহিত নগরে। জানা গেছে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির ব্যস্ত জাতীয় সড়কে গাড়ি চলাচলের ফলে রাস্তা এবং রাস্তার পার্শ্ববর্তী বাড়িঘর ধুলোয় ঢেকে যাচ্ছে। এই ধুলোর পথচারীরা সমস্যায় পড়ছে। যেকোনো সময় দুর্ঘটনার সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জাতীয় সড়ক মেরামত সংস্থা এমনকি প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এই অভিযোগে আজ জলপাইগুড়ি মোহিতনগর গোল ঘুমটি এলাকায় রাস্তা অবরোধ করলেন এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা ।

অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় ।জলপাইগুড়ি কোতোয়ালি থানার সদর ট্রাফিক পুলিশ গিয়ে পৌঁছালে পথ অবরোধ না উঠায় পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এসে রাস্তায় জল দেওয়ার আশ্বাস দেয় ।রাস্তার ধুলোর কারণে বাসিন্দারা এবং দোকানদাররা অসুবিধার সম্মুখীন হয়েছেন ।এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের দাবি রাস্তায় প্রতিদিন জল দিতে হবে ।পরে পুলিশ এবং জাতীয় সড়ক কতৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা।