জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের

আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের ৩৪ নং জাতীয় সড়কের বালিয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীদের আশিকা সংগঠনের সমর্থকেরা। শিক্ষা বিষয়ক আটদফা দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজের লোকজন। আন্দোলনকারী আশিকা সংগঠন সংগঠনের জেলা সম্পাদক নন্দ মুর্মু সহ শ্যাম মুর্মু, সহ অন্যান্যরা শান্তি পূর্ণ ভাবেই আন্দোলন করে। সামনেই নির্বাচন ভোট কর্মীরা প্রশিক্ষণ জন্য রায়গঞ্জ সহ বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার জন্য বাসে উঠেন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন ।

করণদিঘী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্যমুয়েল মাডি বিষয়টি জানতে পেরে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করে । বালিয়া আদিবাসী গ্রামবাসীদের অভিযোগ , আন্দোলন কারী দুই নেতা তাদের কথা শোনেন নি, এরপর বালিয়া আদিবাসী গ্ৰামের লোকজন ও করণদিঘী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্যমুয়েল মাডি সহ এলাকার লোকজন নিজেরাই আন্দোলন কারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে অবরোধ তুলে দেন ।