জল, বিদ্যুতের মতো পরিষেবা ফেরাতে রাজ্য সরকারের আহ্বানে সেনা পাঠাল কেন্দ্র।

ঘূর্ণিঝড় আমফান বিধ্বস্ত হয়ে পড়েছে প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিষেবা। তাত্ক্ষণিকভাবে এই সমস্ত সুবিধা পুনরুদ্ধারের জন্য সেনাবাহিনীর সহায়তার জন্য অনুরোধ করে পশ্চিমবঙ্গ সরকার। সেই দাকে সাড়া দিয়ে ভারতীয় সেনাবাহিনী কলকাতা জেলা কর্তৃপক্ষকে ঘূর্ণিঝড় আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার জন্য তিনটি বাহিনী পাঠিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আরও দু’টি দলকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঠানো হয়েছে। বিদ্যুৎ ও জলের সমস্যা নিয়ে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভের পরেই রাজ্য সরকার সাহায্যের আবেদন জানায়। রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন নাগরিকদের প্রতি।