জল নিয়ে জটিলতা কাটল শিলিগুড়ির এনজেপি স্টেশনে। দীর্ঘ দশমাস ধরে এই নানা টালবাহানার পর অবশেষে চালু ।শনিবার এই জল পরিষেবার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন আইএনটিটিইউসি নেতা প্রসেঞ্জিত রায় ও অরুপ রতন ঘোষ। টেন্ডার প্রক্রিয়ায় জটিলতার কারনে দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ ছিল।ফলে বেকার হয়ে পরেছিল সেই কাজে যুক্ত থাকা অস্থায়ী কর্মীরা ।অন্যদিকে রেল কর্মীরা দিয়েই এই পরিশেবা স্বাভাবিক রাখার চেস্টা চালাচ্ছিল রেল দপ্তর।তবে এবার এই সমস্যার সমাধান হল তৃনমুলের এই দুই শ্রমিক নেতার হস্তক্ষেপে ।প্রসেঞ্জিত রায় ও অরুপ রতন ঘোষের প্রচেষ্টায় পুনরায় টেন্ডার প্রক্রিয়া করিয়ে একটি বেসরকারি সংস্থার মধ্য দিয়ে এই কাজ শুরু করলো রেল দপ্তর।শ্রমিক নেতা প্রসেঞ্জিত রায় জানান,রেলে জল পরিশেবা চালু হওয়ায় না খেতে পাওয়া স্থানীয় শ্রমিকরা পুনরায় তাদের কাজ ফিরে পেল।শুধু তাই নয়,এখন থেকে রেল যাত্রিরাও তাদের সঠিক পরিষেবা পাবে।