জলপাইগুড়ি শহরে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্ত রোড শো করলেন তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে

তৃণমূল প্রার্থী‌র সমর্থনে জলপাইগুড়ি শহরে রোড শো করলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির অসম মোড় এলাকায় হেলিকপ্টারে এসে পৌঁছান মিমি।

পরে জলপাইগুড়ি শহরের পুলিস লাইনের টিকিয়াপাড়া এলাকা থেকে সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী‌কে দেখার জন্য এদিন হাজারো মানুষের ভিড় ছিল রাস্তার দু’পাশে। মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস দেখে খুশি প্রকাশ করেন মিমি। রোড শো করার সময় সকলকেই তৃণমূলের দিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এক‌ইদিনে ময়নাগুড়িতে রোড শো করার কথা রয়েছে মিমির।