করোনা পরিস্থিতির মধ্যেও নদীর ঘাটে গিয়ে এবার চৈত্রী ছটপুজোয় মেতে উঠলেন অসংখ্য ভক্ত। ছট মাইয়ার গান বাজিয়ে তিস্তা ও করলা নদীর ঘাটে চৈত্র ছটপুজোর আয়োজন করা হয়।
গত বছর করোনা আতঙ্কের জন্য অনেকেই জলাধার বানিয়ে নিজের বাড়িতেই ছট পুজোর আয়োজন করেছিলেন। তবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় এবার দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। নদীর ঘাটে বেশ ঘটা করেই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে ছট পুজো করেছেন ভক্তরা। চৈত্র মাসের এই ছট পুজো উপলক্ষে রবিবার করলা ও তিস্তা নদীর ঘাটে বেশ ভিড় দেখা যায়। করলা নদীর কিং সাহেবের ঘাটে সবচেয়ে বেশি ভিড় ছিল ভক্তদের। প্রায় সকলেই এবার নদীর ঘাটে এসেই পুজো দিয়েছেন। কিং সাহেবের ঘাট সংলগ্ন নদীর ধারে এই পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের চেহারা নেয়।