রাজ্য সড়কারের বিভিন্ন জননীতির বিরুদ্ধে শুক্রবার পথে পথসভা করল ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন।রাজ্যবাসীদের বিপদের মুখে ফেলছে মমতা ব্যানাজী’র সরকার বলে এই পথ সভায় যুব মোচার সদস্যরা আলোকপাত করেন।উপস্থিত ছিলেন ধিরাজ মোহন ঘোষ,মনোজ সা,জীবেশ দাস,সুরেন্দ্র মন্ডল, গলু সা,দেবাশীষ রায় প্রমুখ।
জলপাইগুড়ি বেগুনটারি মোড়ে পথসভা বিজেপির
