করোনা ভ্যাকসিনের জোগান না থাকায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে শনিবার থেকে দুদিনের জন্য বন্ধ রাখা হল ভ্যাকসিনেশনের কাজ। এর ফলে ভ্যাকসিন দিতে আসা প্রচুর মানুষকে এদিন হাসপাতালে এসেও ঘুরে যেতে হয়।
শনিবার সকালে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিনেশনের জন্য এসেছিলেন বহু মানুষ। যদিও তারা হাসপাতালে এসে দেখতে পান দুদিন ভ্যাকসিন দেওয়া হবে না বলে নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন, এই মুহূর্তে প্রতিদিন অন্তত দশ হাজার ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। অথচ জোগান রয়েছে চার হাজার ভ্যাকসিনের। তাও আবার তা সঠিকভাবে পাচ্ছেন না তারা। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশনের জোগান না থাকায় ২৪ ও ২৫ এপ্রিল ভ্যাকসিনেশনের কাজ বন্ধ রাখা হচ্ছে। ভ্যাকসিন পাঠানো হলে সাধারণ মানুষকে ফের নিয়মিত ভ্যাকসিন দেওয়া হবে।