করোনা সংক্রমণের সংখ্যা কমছে। সূত্রের খবর গতকাল শিলিগুড়িতে করোনা সংক্রমণের সংখ্যাটা ছিল মাত্র এগার জন। অন্যদিকে জলপাইগুড়ি জেলায় সংক্রমণের সংখ্যা শূন্য। এহেন পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে উত্তরের জেলাগুলি সহ রাজ্যের অবস্থা ক্রমশ ভালোর দিকে যাওয়ায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্বাস্থ্য দপ্তর।
এদিন উত্তরবঙ্গের কোভিড পর্যবেক্ষক ডাঃ সুশান্ত রায় জলপাইগুড়িতে জানান মানুষের সচেতনতার ফলে আমরা দ্রুত কোভিড থেকে মুক্তি পাচ্ছি।তবে তাঁর সতর্কবাণী, ভ্যাকসিন এবং সংক্রমণ কমলেও এখনই মাস্ক ছাড়া চলাফেরা করতে নিষেধ দিয়েছেন। তিনি জানিয়েছেন পশ্চিমের দেশগুলোতে সংক্রমণ এখনো কমেনি। তাই আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, মাস্ক পরেই বেরোতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।