জলপাইগুড়ি‌র উন্নয়ন‌মূলক কোন‌ও কাজের জন্য টাকা দেয়নি রাজ‍্য সরকার অভিযোগ জলপাইগুড়ি‌র কংগ্রেস বিধায়ক ডঃ সুখবিলাস বর্মার

জলপাইগুড়ি‌র উন্নয়ন‌মূলক কোন‌ও কাজের জন্য টাকা দেয়নি রাজ‍্য সরকার অভিযোগ জলপাইগুড়ি‌র কংগ্রেস বিধায়ক ডঃ সুখবিলাস বর্মার। বৃহস্পতিবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি গীতাঞ্জলি আবাস যোজনার জন‍্য বিধায়কের মাধ্যমে কোনও ঘর তৈরি করতে দেওয়া হয়নি বলে‌ও অভিযোগ। অথচ ঘর না পাওয়া মানুষ‌দের চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়ে‌ছেন মুখ‍্যমন্ত্রী। এসব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, গৃহনির্মাণের কাজ করেননি। অথচ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিচ্ছেন।

বিধায়ক সুখবিলাস বর্মা বলেন, বিভিন্ন স্কুলে সাইকেল দেওয়া হলেও সাইকেল স্ট‍্যান্ড তৈরি করে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীদের জন্য অনেক স্কুলের ক্লাস রুমে ফ‍্যান নেই। বসার জন্য বেঞ্চ নেই অনেক স্কুলে। নিজের বিধায়ক তহবিল থেকে জলপাইগুড়ি‌তে যতটা সম্ভব এসব কাজ করেছেন তিনি।