জলপাইগুড়ি‌তে শুরু হল শ্রমিক মেলা

জলপাইগুড়ি‌তে শুরু হল জেলা শ্রমিক মেলা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের উত্তর‌বঙ্গে‌র অ্যাডিশনাল কমিশনার মহম্মদ রিজুয়ান।এই জেলা শ্রমিক মেলা অনুষ্ঠিত হয়
জলপাইগুড়ি‌র নেতাজি ক্লাব ময়দানে।

উদ্বোধনী আনুষ্ঠানের মধ‍্য দিয়ে অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত মানুষ‌দের হাতে সামাজিক সুরক্ষা প্রকল্পের চেক তুলে দেওয়া হয়। এবার শ্রমিক মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য‌দের মিলিয়ে প্রায় ২৪টি স্টল রয়েছে। শ্রম দপ্তরের উত্তর‌বঙ্গে‌র অ্যাডিশনাল কমিশনার মহম্মদ রিজুয়ান বলেন, রাজ‍্যের প্রতিটি মহকুমা‌তেই এই শ্রমিক মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য দুর্গা রায়, শ্রমিক নেতা স্বপন সরকার সহ বিশিষ্টজনেরা।