জলপাইগুড়িতে কৃষক অভিযান বিজেপির

দেশের কৃষকদের জন্য কেন্দ্রের নানামুখী সুবিধা এবং প্রকল্পগুলিকে তুলে ধরে কৃষকদের পাশে পেতে মরিয়া বিজেপি । ইতিমধ্যে দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে কেন্দ্রের শাসকদল বিজেপি।আসন্ন বিধানসভা নির্বাচনের সামনে কৃষকদের কৃষি বিল এবং কেন্দ্রের কৃষক দরদী ভাবনা তুলে ধরতে জেলায় জেলায় কৃষক সুরক্ষা অভিযান শুরু করল বিজেপি।বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ির সদর উত্তর মণ্ডলের ঝা বাড়ি মোড় এলাকায় এই অভিযান শুরু করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তান বসু।উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী, ভারতীয় কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি নকুল দাস সহ বিভিন্ন নেতা‌রা।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তান বসু বলেন, প্রত‍্যেক কৃষকের জন‍্য কৃষি সম্মান যোজনার মাধ্যমে বছরে ছয় হাজার টাকা করে দেওয়ার ব‍্যবস্থা করেছে‌ন দেশের প্রধানমন্ত্রী। যদিও এই সাম্মানিক ভাতা থেকে রাজ‍্যের কৃষক‌দের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এজন্য প্রত‍্যেক কৃষকের বাড়িতে গিয়ে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে। পাশাপাশি কৃষক‌দের কাছ থেকে এক মুষ্ঠি করে খাদ‍্য শস্য সংগ্রহ করেন তারা। জলপাইগুড়ি জেলার কৃষক‌দের সঙ্গে এভাবেই নতুন সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কৃষক সুরক্ষা অভিযান শুরু করেছেন বিজেপি সমর্থক‌রা। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রামপঞ্চায়েতের ঝাঁ বাড়ি মোড়ে একটি সভা করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তান বসু। এরপর স্থানীয় কৃষকদের বাড়িতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।