জলপাইগুড়ি শহরে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার তৃনমূল কর্মীদের

করোনা পরিস্থিতি নিয়ে পুরসভাবাসীকে সচেতন করতে পথে নামলো তৃনমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার জলাপাইগুড়ি শহরের একাধিক জায়গায় করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করে তারা। বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়ার জন্য অনুরোধ করে তারা। সরকারী নিয়ম মানারও আহ্বান করে তৃনমূল কর্মীরা। শীঘ্রই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলি স্যানিটাইজ করবে তৃনমূল কর্মীরা।এদিনের সচেতনতা মূলক প্রচারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃনমূল নেতারা।

সৈকত বাবু বলেন, শহরে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পুর সভার বাসিন্দাদের করোনা নিয়ে সচেতন করতে এদিন আমরা শহর জুড়ে প্রচার চালিয়েছি। বাসিন্দাদের মাস্ক পড়ার পাশাপাশি রাজ্য সরকারের করোনা নিয়ে নিয়ম গুলি মানার জন্য অনুরোধ করেছি। সাধারন মানুষের পাশে আছি আমরা।

জলপাইগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমুলের কর্মীরা এদিন করোনা নিয়ে নিজেদের ওয়ার্ডে প্রচার চালায়। জলপাইগুড়িতে করোনা আক্রান্তের গ্রাফ প্রতিদিন উর্দ্ধমুখী হচ্ছে। করোনা মোকাবিলায় জলপাইগুড়ি পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে‌। শনিবার ১৮ নম্বর ওয়ার্ডের পুর নাগরিকদের সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি এই এলাকার বাড়ি বাড়ি স্যানিটাইজার, হেড ক‍্যাপ, সাবান, মাক্স বিলি করা হয়। কিছুদিনের মধ্যে এই ওয়ার্ডে নিজেদের উদ্যোগে স্প্রে মেশিন দিয়ে প্রতিটি বাড়ি জীবাণুমুক্ত করার কাজ করবে তৃনমুল কর্মীরা।